ক্যানসার রোগের ঝুঁকি কমাতে গত বছর অস্ত্রোপচার করিয়েছিলেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আবারও তাঁকে চিকিত্সকের ছুরি-কাঁচির দ্বারস্থ হতে হবে বলেই সম্প্রতি জানিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। এ প্রসঙ্গে জোলি বলেন, ‘আমার আরেকটি অস্ত্রোপচার বাকি রয়ে গেছে। সেটা করাতে হবে। আমার মতো সমস্যায় আক্রান্ত মানুষদের সঙ্গে প্রায়ই আমার কথা হয়। আমি জানি, অস্ত্রোপচার-পরবর্তী সময়ে আমার করণীয় সম্পর্কে চমত্কার সে সব মানুষের কাছ থেকে আমি যথাযথ উপদেশ পাব।’ সম্প্রতি এক খবরে এমনটিই...

